স্পোর্টস ডেস্ক : শেষ হলো ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৩। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসেসিয়েশনের (বিওএ) ডাচ বাংলা ব্যাংক অডিটোরিয়ামে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) বার্ষিক ক্রীড়া উৎসব ‘ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল ২০২৩’-এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বিএসপিএ সভাপতি সনৎ বাবলার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এফ এম ইকবাল বিন আনোয়ার ডন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএসপিএ সাধারণ সম্পাদক মো. সামন হোসেন, ক্রীড়া উপ-কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম, সদস্য সচিব ফয়সাল তিতুমীরসহ আরও অনেকে।
এবারের ওয়ালটন-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে ৯টি ডিসিপ্লিনের ১২ ইভেন্টে সর্বোচ্চ রেটিং পয়েন্ট পেয়ে বিএসপিএ’র বর্ষসেরা ক্রীড়াবিদ ২০২৩ (আব্দুল মান্নান লাডু ট্রফি) মনোনীত হয়েছেন আবু হোরায়রা তামিম। প্রথম রানার-আপ হয়েছেন রুমেল খান ও দ্বিতীয় রানার-আপ হন মাহমুদুন্নবী চঞ্চল।
কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৩,/রাত ১০:২৩