ডেস্ক নিউজ : চলতি বছরের জুন-জুলাইয়ে ভয়াবহ আকার ধারণ করে দেশের ডেঙ্গু পরিস্থিতি। বিগত দিনের তুলনায় মৃত্যুহার বেশি চলতি বছর। ডেঙ্গু পজিটিভ রোগীর পানিশূন্যতা, রক্তের ঘনত্ব স্বাভাবিক রাখাসহ নানা উপসর্গে রোগীর শিরায় দিতে হচ্ছে স্যালাইন। তবে দিন দিন রোগী বাড়তে থাকায় বাজারে হঠাৎই দেখা দিয়েছে স্যালাইন সংকট। রাজধানীর ওষুধের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না স্যালাইন। কিছু দোকানে পাওয়া গেলেও চাহিদার বিপরীতে তা অপ্রতুল।
হঠাৎ করে ডেঙ্গু বেড়ে গেছে। তাই চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে না। সক্ষমতা অনুযায়ী উৎপাদন হচ্ছে। কিন্তু চাহিদা বেড়ে যাওয়ায় অতিরিক্ত উৎপাদন না হওয়ায় এ সংকট দেখা দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘এখন তিন গুণের চেয়েও চাহিদা বেড়ে গেছে। চাহিদা দশ গুণও হবে। তাই যারা বেসরকারিভাবে এটা তৈরি করেন, তারাও যেন উৎপাদনের পরিমাণটা বাড়িয়ে দেন। এতে চাহিদা পূরণ করা সম্ভব হবে।’
কিউএনবি/আয়শা/৫ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৯