শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : নেতকোনা কলমাকান্দা উপজেলায় প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বীমা কর্মী মোছাঃ মমতা বেগমের ওপর পরিকল্পিতভাবে হামলা করে তার ব্যাগে থাকা বীমা কোম্পানীর প্রায় এক লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তিনজনের বিরুদ্ধে। ঘটনা ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মুন্সীপুর গেন্দারঘাট এলাকায়। এ ঘটনায় বুধবার কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বীমা কর্মী মোছাঃ মমতা বেগম।
অভিযোগে জানা গেছে, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিঃ এর বীমা কোম্পনীতে প্রায় সত বছর ধরেী মোছাঃ মমতা বেগম কাজ করেন। ওই নারী বীমা কর্মী গ্রাহকদের কাছ থেকে বীমার টাকা উঠিয়ে কর্মস্থলে ফেরার সময় আগ থেকে উৎ পেতে থাকা স্থানীয় কিছু লোকের সহযোগিতায় কয়েকজন ছিনতাইকারী তার ওপর হামলা চালায়। পরে ওই নারীর সাথে থাকা প্রায় এক লাখ টাকাসহ তার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায় মুন্সিপুর গ্রামের মোঃ মানিক মিয়া, তার স্ত্রী মোছাঃ লাখি বেগম ও মোছাঃ জুলেখা বেগম। এ সময় বীমা কর্মী মোছাঃ মমতা বেগমের সাথে তাদের ধস্তাধস্তি হয়।
এতে তিনি আহত হন। আহত মমতা বেগমের ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা টাকাসহ ব্যাগটি নিয়ে চলে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে গতকাল বুধবার কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। কমলাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, এ বিষয়ে প্রাইম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির এক নারী কর্মী থানায় অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করা দেখা হচ্ছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৬:০৫