শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে আনিকা তাবাসসুম আখি। সে মো. আমিনুর রশিদ এর বড় মেয়ে।গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ফলাফলে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে আনিকা তাবাসসুম আখি।
নিজের অনুভূতি জানিয়ে আনিকা তাবাসসুম আখি বলেছে, আলহামদুলিল্লাহ, জিপিএ-৫ পেয়ে অনেক খুশি লাগছে। আমার সাফল্যের পেছনে রয়েছে আমার বাবা-মা ও শিক্ষকের উৎসাহ আর সমর্থন। তারা সবসময় আমাকে সাহস যুগিয়েছেন, প্রেরণা দিয়েছেন। সবার কাছে আমি দোয়া প্রার্থী, ভবিষ্যতে যেন বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে পারি।এদিকে মেয়ের কৃতিত্বপূর্ণ ফলাফলে উচ্ছ্বাসিত মো. আমিনুর রশিদ।
তিনি বলেন, সন্তানের সাফল্য বাবা-মায়ের জন্য কত খুশি ও আনন্দের তা ভাষায় প্রকাশ করা যাবে না। মেয়ের এমন ফলাফল আমাদের হৃদয় ছুঁয়ে গেছে। তার উত্তরোত্তর সফলতা কামনা করছি। শুকরিয়া মহান আল্লাহর দরবারে, কৃতজ্ঞতা সবার প্রতি।তিনি বলেন, পরীক্ষায় ভালো ফলাফল করলে হবে না, এর গুরুত্ব বুজতে হবে। নিজের মধ্যে জ্ঞানের চর্চা করতে হবে। আমার একটাই চাওয়া, সন্তানরা যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়।
কিউএনবি/অনিমা/০২ অগাস্ট ২০২৩,/সন্ধ্যা ৭:৪৫