রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

রোহিত-কোহলি একাদশে নেই যে কারণে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ১৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। বিশ্বকাপের সময়ও ঘনিয়ে এসেছে। তাই ভারত তাদের ক্রিকেটারদের ঝালিয়ে দেখছে। ত্রিনিদাদে আজ উইন্ডিজের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নেমেছে তারা। সিরিজ নির্ধারণী এই ম্যাচেও কোচ রাহুল দ্রাবিড় পরীক্ষা-নিরীক্ষার পথই বেছে নিয়েছেন।

কোচের পরীক্ষা-নিরীক্ষার কারণে আজও একাদশে নেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। শেষ দুই ওয়ানডেতে তাদের ছাড়াই একাদশ সাজিয়েছেন দ্রাবিড়। তবে প্রথম ম্যাচে দলে থাকলেও ব্যাট করেননি কোহলি। আর রোহিত এদিন নেমেছিলেন ৭ নম্বরে।

রোহিতের অবর্তমানে দলকে নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। দ্বিতীয় ম্যাচে রোহিত ও কোহলির বদলে একাদশে জায়গা হয় সাঞ্জু স্যামসন ও অক্ষর প্যাটেল। স্যামসনকে শেষ ম্যাচে রাখা হলেও বাদ পড়েছেন অক্ষর। সঙ্গী হয়েছেন উমরান মালিক। তাদের জায়গায় নেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াদ ও জয়দেব উনাদকাটকে।

তবে এসব পরীক্ষা-নিরীক্ষার বাইরে আলোচনায় রোহিত-কোহলির না থাকা। দ্রাবিড় তাদের না থাকার ব্যাখ্যায় বলেছেন, ‘সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপ। টানা খেলার মধ্যে থাকলে ক্লান্তি ভর করবে ক্রিকেটারদের। তাই দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের বিশ্রাম প্রয়োজন। তাই তাদের রাখা হয়নি। তাছাড়া তারা নিজেরাও বিশ্রাম চেয়েছে।

কিউএনবি/অনিমা/০১  অগাস্ট ২০২৩,/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit