স্পোর্টস ডেবস্ক : জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হচ্ছে আরচারি বিশ্ব চ্যাম্পিয়নশিপ। রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে দিয়া সিদ্দিকী সঙ্গী হিসেবে পেয়েছিলেন রামকৃষ্ণ সাহাকে। ছেলেদের পুরুষ এককের র্যাংকিং রাউন্ডে বাংলাদেশের তিন আরচারের মধ্যে রামকৃষ্ণ ভালো স্কোর করে দিয়ার সঙ্গে জুটি গড়ার সুযোগ পান।
তবে দু’জনের মিলিত স্কোর অ্যালিমিনেশন রাউন্ডে খেলার যোগ্যতা অর্জণের জন্য যথেষ্ট ছিল না। তারা দু’জনে মিলে হয়েছেন ২৭তম। সেরা ২৪ দল পেয়েছেন অ্যালিমিনেশন খেলার ছাড়পত্র।
রিকার্ভ এককের র্যাংকিং রাউন্ডে রামকৃষ্ণা সাহা ৩১তম হয়ে অ্যালিমিনিশনের প্রথমপর্বে খেলবেন ব্রাজিলের এলি ম্যাথিউসের বিপক্ষে। হাকিম আহমেদ রুবেল হয়েছেন ৭৫তম। তিনি খেলবেন সার্বিয়ান স্টেফানোভিচ মিহাজলোর বিপক্ষে। বাংলাদেশের আরেক আরচার ১১৩তম হওয়ায় অ্যালিমিশন খেলার সুযোগ পাচ্ছেন না। সেরা ১০৪জনকে নিয়ে হচ্ছে অ্যালিমিনিশন।
রিকার্ভ মেয়েদের এককে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী দিয়া ১৪০জনের মধ্যে ৬১৮ স্কোর গড়ে হয়েছেন ৬৩তম। তিনি খেলবেন যুক্তরাষ্ট্রের ক্যাটালিনা নরিয়েগার বিপক্ষে।
কিউএনবি/অনিমা/০১ অগাস্ট ২০২৩,/রাত ১০:৪৬