স্পোর্টস ডেস্ক : চোট পিছু ছাড়ছিল না জাসপ্রিত বুমরাহর। খেলতে পারেননি টি-টোয়েন্টি বিশ্বকাপসহ বেশ কয়েকটি টুর্নামেন্টে। মাঠের জন্য ফিট হতে যে তার সময় লেগেছে অনেকদিন। অবশেষে ইনজুরি থেকে সেরে উঠে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন তিনি। শুধু তাই নয়, ভারতীয় দলকে নেতৃত্বও দেবেন তিনি। আগস্টে আয়ারল্যান্ড সফরে যাচ্ছে ভারত। সিরিজে তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। সেই সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন পেসার বুমরাহ। তার সহকারী হিসেবে থাকছেন ঋতুরাজ গায়কোয়াদ।
ঋতুরাজ এশিয়ান গেমসে ভারতের দ্বিতীয় সারির দলের নেতৃত্ব দেবেন। বুমরাহ না থাকলে হয়ত আয়ারল্যান্ড সিরিজেও ভারতীয় দলের অধিনায়ক হতেন চেন্নাই সুপার কিংসের ওপেনারই। যা থেকে স্পষ্ট যে ঋতুরাজকে ভবিষ্যতের অধিনায়ক হিসেবে তৈরি করা হচ্ছে।
এরইমধ্যে এশিয়ান গেমসের পরে আয়ারল্যান্ড সিরিজের জন্যও কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) রিঙ্কু সিংকে ভারতীয় দলে রাখা হয়েছে।
ভারতীয় দল
জসপ্রীত বুমরাহ (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড় (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, তিলক বর্মা, রিঙ্কু সিং, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), জিতেশ শর্মা (উইকেটকিপার), শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, প্রসিধ কৃষ্ণা, আর্শদীপ সিং, মুকেশ কুমার এবং আবেশ খান।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৩,/রাত ১০:৫৫