স্পোর্টস ডেস্ক : ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর তাদের এক প্রতিবেদনে জানিয়েছিল কিলিয়ান এমবাপ্পেকে ধারে পেতে চায় লিভারপুল। সত্যিই কি এমবাপ্পেকে দলে চায় লিভারপুল। ফরাসি অধিনায়কের অ্যানফিল্ডে আসা নিয়ে কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন তার ভাবনা।
মিররের প্রতিবেদনে বলা হয়েছিল এক বছরের জন্য ধারে লিভারপুল খেলাতে চায় এমবাপ্পেকে। এমবাপ্পে রাজি থাকলেই প্রস্তাব পাঠাবে ইংলিশ ক্লাবটি। এমবাপ্পের কণ্ঠে প্রায় সময় লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের প্রশংসা শোনা গেছে। মোনাকো ছাড়ার আগে লিভারপুলের সঙ্গে তার কথাবার্তাও হয়েছিল।
তবে এমবাপ্পের লিভারপুলে ধারে আসার বিষয়টি শুনে হেসেছেন ক্লপ। এ প্রসঙ্গে ক্লপ স্কাই জার্মানকে জানান, ‘এমবাপ্পে লিভারপুলে যোগ দেবে এটি ভালো গল্প। আমরা এ নিয়ে হেসেছি।’
এমবাপ্পেকে অর্থনৈতিক কারণেই লিভারপুলে আনা সম্ভব নয় বললেন ক্লপ। ‘আমি বলছি সে সত্যিই খুব ভালো খেলোয়াড়। তবে অর্থনৈতিক পরিস্থিতিতে আমাদের সাথে এটি যায় না। আমি এই গল্প এখানে নষ্ট করে দিতে চাই না। তবে আমি যতটুকু জানি (এমবাপ্পে লিভারপুলে) এমন কোন সম্ভাবনা নেই।’
তবে নিজের পরের কথায় কিছুটা রহস্যও রেখে দিয়েছেন ক্লপ। ‘তবে এও হতে পারে দলের অন্য কেউ হয়তো এ বিষয়ে এগোচ্ছে। আমাকে সারপ্রাইজ দিতে চায়। তবে গেল আট বছরে এমনটি হয়নি। হলে সেটি প্রথমবার হবে।’
কিউএনবি/অনিমা/৩১ জুলাই ২০২৩,/রাত ৯:৩৫