স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের শেষ টেস্টেও হানা দিয়েছে বৃষ্টি। তাতে ইংল্যান্ডের জয়ের স্বপ্ন ফের ভেসে যাওয়ার উপক্রম হয়েছে। অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের লক্ষ্য দিয়ে বোলিংয়ে নেমে খেয়েছে ধবল ধোলাই। ৩৮ ওভারে অজিরা ১৩৫ রান তুলেছে কোনো উইকেট না হারিয়েই।
তারপরই নেমেছিল বৃষ্টি। যা আর থামেনি। ফলে সেখানেই শেষ হয় চতুর্থ দিনের খেলা। তার আগে উসমান খাজা ৬৯ ও ডেভিড ওয়ার্নার ৫৮ রানে ক্রিজে ছিলেন।
এর আগে সকালে ৬ রান যোগ করতেই ৩৯৫ রানে অল আউট হয় ইংলিশরা। তাতে অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ৩৮৪ রানে।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/রাত ১১:২২