আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার রাজধানী মস্কোতে আবারও ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় একজন আহত হওয়ার কথা জানিয়েছেন কর্মকর্তারা। এ ছাড়া দুটি অফিস ভবনের সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সাময়িক সময়ের জন্য মস্কোর বিমানবন্দর বন্ধ করতে হয়েছে বলেও জানান তারা।
স্থানীয় সময় রবিবার ভোরে এই ড্রোন হামলার ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানায় বার্তাসংস্থা আল জাজিরা।
টেলিগ্রামে আর বার্তায় এই হামলাকে সন্ত্রাসী হামলার চেষ্টা বলে নিন্দা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ান বাহিনী মস্কো শহরের উপর দিয়ে আরও তিনটি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে বলে জানায় মন্ত্রণালয়।
এদিকে জরুরি কর্মকর্তাদের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, একজন নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। এ ছাড়া প্রায় এক ঘণ্টার জন্য শহরের দক্ষিণ উপকণ্ঠে ভনুকোভো বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ছিল।
তবে এ বিষয়ে ইউক্রেনের কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানায় আল জাজিরা।
এই নিয়ে চলতি মাসেই চারবার ড্রোন হামলার শিকার হয়েছে মস্কো। এর আগে জুলাইয়ের শুরুতে পৃথক ড্রোন হামলার ঘটনায় একই বিমানবন্দরে বিমান চলাচল কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়েছিল।
ইউক্রেন অবশ্য সেই হামলারও দায় স্বীকার করেনি।
কিউএনবি/অনিমা/৩০ জুলাই ২০২৩,/দুপুর ১:৪৩