আন্তর্জাতিক ডেস্ক : স্কুলে যাওয়ার জন্য বাসে উঠেছিল এক দল কিশোরী। পথে গাড়ি থামিয়ে তাদের ধর্ম পরিচয় জানতে চান চালক। একপর্যায়ে বোরকা ছাড়া বাসে ওঠায় মুসলিম ছাত্রীদের নামিয়ে দেন তিনি। সম্প্রতি ভারতের কর্নাটকের কালাবুরাগি জেলায় এ ঘটনা ঘটে, যা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বাসবকল্যাণ-কালাবুরাগি সড়কে বাস চালান ওই চালক। তার বিরুদ্ধে অভিযোগ, কামালপুর তালুকের ওকালি গ্রাম থেকে এক দল কিশোরী তার বাসে উঠেছিল। স্কুলে যাওয়ার পথে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক শিক্ষার্থীরা জানিয়েছে, বাস থামিয়ে তাদের ধর্ম পরিচয় জানতে চান চালক। এ সময় তিনি যারা মুসলমান তাদের বোরকা পরার পরামর্শ দেন। কিন্তু অনেকেই বোরকা পরবেন না বলে জানায়।
বাসে শুধু হিজাব পরা শিক্ষার্থীও ছিল। চালক তাদের জানিয়ে দেন, মুসলিম মেয়েদের বোরকা পরতেই হবে। বোরকা ছাড়া তারা বাসে উঠতে পারবে না। এরপর ওই কিশোরীদের গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়।
এদিকে চালকের এমন আচরণের প্রতিবাদ করেন বাসের অন্য যাত্রীরা। কিন্তু তাদের প্রতিবাদ কানেই তোলা হয়নি। উল্টো বাস খারাপ হয়ে গেছে বলে অজুহাত দেন চালক।
কিউএনবি/অনিমা/২৭ জুলাই ২০২৩,/রাত ১১:২৩