এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠন এবার মনিরামপুর এতিমখানায় নগদ টাকা ও কোরআন দিলেন। বৃহস্পতিবার ২৭ জুলাই সকালে চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা নগত অর্থ ও বিনামূল্যে কোরাআন শরিফ প্রদান করেন। সংগঠনের সভাপতি সিঙ্গাপুর প্রবাসী বখতিয়ার হোসেন জানান, মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়নের বিপ্রকোনা মাষ্টার ইসমাইল হোসেন এতিমখানা ও হাফেজী মাদ্রাসায় এ নগত অর্থ ও কোরাআন শরিফ প্রদান করা হয়। তিনি বলেন ঢাকার একটি কো¤পানির আর্থিক সহযোগিতায় নগদ বিশ হাজার টাকা ও কোরআন শরীফ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা পরিবার সেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি আলী রেজা রাজু, রাসেল হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ,সহ-সভাপতি শহিদুল ইসলাম, কামরুল হাসান, রাকিব হোসেন, শাহরিয়ার নাফিস, নুর-আলম সিদ্দিক, মোনায়েম হাসান, রাকিব হোসেন, আব্দুল মান্নান, সিফাত হুসাইন, রিফাত আহম্মেদ এবং মাদ্রাসার মোহতামিম-হাফেজ কোরবান আলী মোল্যা প্রমুখ।
সংগঠনটি মানব কল্যাণে কাজ করে চলেছে। ইতোমধ্যে এলাকার অসহায় মানুষের আস্থার ঠিকানা হিসাবে পরিচিতি লাভ করেছে। চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এভাবেই মানব কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। “বিপন্নমানবতায় প্রবাসীর জয়” এই স্লোগানকে সামনে রেখে তারা বলেন, দুঃসময়ে মানুষের পাশে থাকার এক মহান উদ্দেশ্য নিয়েই আমাদের পথচলা।
কিউএনবি/আয়শা/২৭ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৫৫