স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে স্ত্রীর পরকীয়ায় বাধা দেওয়ায় কতিথ বয়ফ্রেন্ড এক ঘের মালিকের হুমকিতে দিশেহারা হয়ে বাড়িছাড়া হয়েছে স্বামী। ফলে উপায়ন্ত না পেয়ে স্বামী কৃষক নূর ইসলাম জীবন বাচানোর তাগিদে স্ত্রীর কতিথ বয়ফ্রেন্ড ঘের মালিক আজাহার মোল্যার বিরুদ্ধে থানায় জিডি করেছেন। আর এ ঘটনা ঘটেছে উপজেলার নেহালপুর গ্রামে। পুলিশ ওই জিডির সূত্র ধরে অভিযোগ সম্পর্কে তদন্ত শুরু করেছেন।
উপজেলার নেহালপুর গ্রামের মনিরুদ্দিন গাজীর ছেলে কৃষক নুর ইসলাম অভিযোগ করেন, তার বড় স্ত্রীর সাথে দীর্ঘদিন যাবত নেহালপুর মেঠোপাড়ার মৃত কেরামত মোল্যার ছেলে ঘেরমালিক আজাহার মোল্যা পরকীয়া সম্পর্ক বিদ্যমান। বিষয়টি টের পেয়ে নুর ইসলাম তাদেরকে নিবৃত করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হন। অভিযোগ রয়েছে তাদের পরকীয়ায় বাধা দেওয়ায় আজাহার মোল্যা নুর ইসলামকে ভয়ভীতিসহ জীবননাশের হুমকি দেন। সর্বশেষ গত ১৫ জুলাই রাত সাড়ে ১১ টার দিকে তার স্ত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের সময় প্রতিবাদ করলে আজাহার মোল্যা লাঠি দিয়ে মারপিট করে নুর ইসলামকে।
এ সময় নুর ইসলামের চিৎকারে তার মা ফাতেমা বেগম, ছেলে নুর আলম এগিয়ে আসলে আজাহার মোল্যা ধারালো অস্ত্র নিয়ে তাদের তাড়া করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে প্রান রক্ষা করে। নূর ইসলাম জানান, এ ঘটনার পর থেকে আজাহার মোল্যঅর হাত থেকে রক্ষা পেতে তিনি বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এ ঘটনায় নুর ইসলাম বাদি হয়ে আজাহার মোল্যার বিরুদ্ধে গত রোববার রাতে মনিরামপুর থানায় একটি জিডি করেন। তবে আজাহার মোল্যা এ অভিযোগ অস্বীকার করে জানান, পূর্ব বিরোধকে কেন্দ্র করে সমাজে হেয় করতে পরিকল্পীতভাবে তার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ করা হয়েছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) জিডির অভিযোগটি তদন্তের পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৩,/রাত ৮:০২