ডেস্ক নিউজ : বঙ্গবন্ধু পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এবং সাধারণ সম্পাদক আ ব ম ফারুক বঙ্গবন্ধু পরিষদের পক্ষ থেকে এক যুক্ত-বিবৃতিতে বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও কিংবদন্তি বিচারপতি কে এম সোবহানের ৯৯তম জন্মবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও কিংবদন্তি বিচারপতি কে এম সোবহানের ৯৯তম জন্মদিন। তিনি সপরিবারে বঙ্গবন্ধু হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, যুদ্ধ-পরবর্তী সময়ে ১৯৭২ সালে বীরাঙ্গণাদের পুর্নবাসনসহ বাংলাদেশের সব গুরুত্বপূর্ণ আন্দোলনে সংগঠনে সরাসরি যুক্ত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৫ জুলাই ২০২৩,/রাত ১০:১৯