আন্তর্জাতিক ডেস্ক : নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে শান্তি আলোচনার জন্য পাকিস্তান সরকারকে আহ্বান জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার। এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে টিটিপির বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে এমন স্পষ্ট বার্তা দেওয়ার জন্য পাকিস্তান গত সপ্তাহে কাবুলে তাদের বিশেষ দূত প্রেরণ করে। কিন্তু একাধিক বৈঠকের পর আফগান তালেবান জানিয়েছে, পাকিস্তানের উচিত শক্তি প্রয়োগের পরিবর্তে শান্তির পথ অনুসরণ করা।
ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়, তালেবান নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করতে ইসলামাবাদের নবনিযুক্ত আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি আসিফ দুরানি কাবুল সফর করেন। সফরকালে আসিফ দুরানি আফগানিস্তানের ভারপ্রাপ্ত উপ-প্রধানমন্ত্রী মৌলভি আবদুল কবির, ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকী এবং অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
রুদ্ধদ্বার বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে জানিয়েছে, আফগান তালেবান নেতাদের স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে, টিটিপির তুলনায় পাকিস্তানের ধৈর্য কমে গেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, সন্ত্রাসবাদের বিষয়টি, যেমনটা আমি অতীতে বলেছি, এমনকি গত ব্রিফিংয়েও, পাকিস্তানের জন্য গুরুতর উদ্বেগের বিষয়। পাকিস্তান একাধিকবার আফগান কর্তৃপক্ষের কাছে এবং পাকিস্তান এবং আফগান অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত প্রতিটি গুরুত্বপূর্ণ আলোচনায় এই বিষয়টি উত্থাপন করেছে।
কিন্তু টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পাকিস্তানের জোর দেওয়া সত্ত্বেও আফগান তালেবান সরকার সেই পথে যেতে প্রস্তুত নয়। সূত্রের বরাতে এক্সপ্রেস ট্রিবিউনের খবর, আফগান উপ-প্রধানমন্ত্রী পাকিস্তানি রাষ্ট্রদূতকে ‘বলপ্রয়োগের’ পরিবর্তে ‘শান্তির পথ’ অনুসরণ করার পরামর্শ দেন। তারা বলেন, এটা স্পষ্ট যে আফগান তালেবানরা টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগ্রহী নয়। টিটিপি হামলা জোরদার করার পর এবং আগের দফার আলোচনার সুযোগ নেওয়ার পর পাকিস্তান শান্তি আলোচনার বদলে কঠোর অবস্থানে রয়েছে।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/রাত ৯:১৫