তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ-গড়বো স্মার্ট বাংলাদেশ’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার মৎসচাষী ও কৃষকদের অংশগ্রহনে নানা কর্মসুচীর মাধ্যমে এ মৎস সপ্তাহ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে পুকুরে মাছের পোনা অবমুক্ত করনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে মৎস সপ্তাহ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, সহকারি কমিশনার (ভুমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা মৎস অফিসার শিরিন আক্তার বেগম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ওসমান গণি তালুকদার, যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, মৎস খামারী ইন্দ্র মোহন দাস, রজব আলী প্রমুখ। বক্তারা বলেন, দেশকে এগিয়ে নিয়ে হলে মৎস চাষের কোন বিকল্প নাই। সারাদেশে মৎস চাষে তরুণ সমাজকে কাজে লাগাতে হবে, উপস্থিত সকলকে মৎস্য চাষে এগিয়ে আসার আহবান জানানো হয়।
কিউএনবি/আয়শা/২৫ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪১