ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের ফ্লাইটে উঠতে গিয়ে হাথুরুর বিড়ম্বনার শুরু। উড়াল দেওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে ফ্লাইট বাতিল হয়। এসব ক্ষেত্রে সাধারণত বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়, তবে হাথুরু সেদিন বিকল্প কোনো উপায়ে আর বিমানে উঠতে পারেননি।
পরদিন অবশ্য ফ্লাইট পেয়েছেন। তবে এবারও যথারীতি দেরি! শেষমেশ যাত্রা সম্পন্ন হলো ঠিকই, কিন্তু হারিয়ে ফেলেছেন নিজের ব্যাগ।
সেই দুর্ভোগের কথা তুলে ধরে টুইটারে টাইগারদের হেডমাস্টার লিখেছেন, ‘ভার্জিন অস্ট্রেলিয়া এয়ারলাইন্সের হয়ে জঘন্য অভিজ্ঞতা হলো। টেক অফের একটু আগে ফ্লাইট বাতিল হয়ে গেল। একই দিনে কোনো বিকল্প ফ্লাইটও দেওয়া হলো না। এরপর পরদিন ফ্লাইটে উঠতে পারলাম কিন্তু এবার দেরি হলো। শেষমেশ ব্যাগটাও হারিয়ে ফেলেছি।’