স্পোর্টস ডেস্ক : ফলোঅন এড়াতে ১০ রান দরকার ছিল উইন্ডিজের। কুইন্স পার্ক ওভালে সকালে সেই রানটা তারা করে নিয়েছে। আগের দিনের ২২৯/৫ স্কোর খুব বেশি বাড়াতে পারেনি।
মোহাম্মদ সিরাজের ক্যারিয়ার সেরা বোলিঙে পোর্ট অব স্পেন টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ২৫৫ রানে গুটিয়ে গেছে উইন্ডিজ। ভারতের প্রথম ইনিংসের ৪৩৮ রানের চেয়ে ১৮৩ রান পিছিয়ে পড়ে তারা। এই সিরিজে উইন্ডিজের এটি সর্বাধিক রান।
২৩.৪ ওভারে ৬০ রান দিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বার ৫ উইকেট নিয়েছেন সিরাজ। দুটি করে উইকেট নিয়েছেন অভিষিক্ত পেসার মুকেশ কুমার ও রবীন্দ্র জাদেজা। সবচে বেশি ৩৩ ওভার বল করে রবিচন্দ্রন অশ্বিন ৬১ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/রাত ১১:৩৮