স্পোর্টস ডেস্ক : ২০২২-২৩ মৌসুমে ম্যানচেস্টার সিটিতে এসে রীতিমতো গোল মেশিন হয়ে ওঠেন আর্লিং হালান্ড। সিটির হয়ে ৫৩ ম্যাচে করেন ৫২ গোল। সেই ধারাবাহিকতা আসছে মৌসুমেও থাকবে তারই আভাস হালান্ড দিলেন জাপানে। নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। প্রস্তুতির অংশ হিসেবে সিটি এখন অবস্থান করছে জাপানে। টোকিও’র নিউ জাপান ন্যাশনাল স্টেডিয়ামে ইউকোহামা মারিনোসের বিপক্ষে সিটির হয়ে জোড়া গোল করেন হালান্ড।
হালান্ড মাঠে নামেন দ্বিতীয়ার্ধে। জুলিয়ান আলভারেজের বদলি হিসেবে। মাঠে নামার ছয় মিনিটের মাথায় করেন প্রথম গোল। দ্বিতীয় গোলটি করেন ম্যাচের ইনজুরি সময়ে। মাঠে আগত প্রায় ৬২ হাজার দর্শক বুঁদ হয়ে থাকেন হালান্ডে। ম্যাচে ম্যানসিটি ৫-৩ গোলে হারায় ইউকোহামাকে। প্রাক-মৌসুম প্রস্তুতির ম্যাচ হলেও প্রায় ৮ লাখ টাকার ম্যাচসেরা পুরস্কার পেয়েছেন হালান্ড। হালান্ড ছাড়াও সিটির হয়ে গোল করেছেন জন স্টোনস, আলভারেজ ও রদ্রি।
কিউএনবি/আয়শা/২৩ জুলাই ২০২৩,/রাত ১১:০৮