মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই পতিপাদ্যে জয়পুরহাটে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।র্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অলোচনা সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মককর্তাগন।
সভায় সরকারী দপ্তর থেকে জনসাধারণ যেন কোন জটিলতা ছাড়ায় তাদের সেবা পেয়ে থাকেন সে ব্যাপারে গুত্বারুপ করা হয়।
কিউএনবি/অনিমা/২৩ জুলাই ২০২৩,/দুপুর ২:৪৪