আন্তর্জাতিক ডেস্ক : গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের মেক্সিকো উপসাগর–সংলগ্ন ক্যামেরন পারিশ এলাকায় গোলাপি রঙের ডলফিনের দেখা পাওয়া যায়। থরম্যান গাস্টিন নামে এক মৎস্যশিকারী দুটি ডলফিন দেখতে পান। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদন মতে, থরমান গাস্টিন গত ২০ বছর ধরে ক্যামেরন পারিশের একটি নদীতে মাছ ধরেন। গত সপ্তাহে এমন একটি দৃশ্য তিনি অবলোকন করেন, যা এর আগে কখনও দেখেননি তিনি।
কিউএনবি/আয়শা/২১ জুলাই ২০২৩,/বিকাল ৫:২৮