স্পার্টস ডেস্ক : গত মার্চে নিউজিল্যান্ড ‘এ’ ও ঘরোয়া আসরে দুর্দান্ত পারফরম্যান্সের পর সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ফক্সক্রফট। সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। ব্যাট হাতে ৪২৪ রান করার পাশাপাশি বল হাতে ৯ উইকেট নেন ফক্সক্রফট। প্লাংকেট শিল্ডেও ওটাগোর হয়ে সর্বোচ্চ রান করেছিলেন তিনি। ৬৩১ রান ও ৭ উইকেট নেন ২৫ বছর বয়সী এ ক্রিকেটার।
অন্যদিকে অশোক ছিলেন নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ দলের সদস্য। ২০২২-২৩ মৌসুমে প্রথম শ্রেণিতে অভিষেক হয় তার। প্লাংকেট শিল্ডে ১৯ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। সংযুক্ত আরব আমিরাত সিরিজ দিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলে ফিরেছেন কাইল জেমিসন। দীর্ঘদিন ধরে চোটে ভুগছিলেন তিনি। চোটের কারণে গত ফেব্রুয়ারিতে পিঠে অস্ত্রোপচারও করাতে হয় তাকে।
আরব আমিরাতের বিপক্ষে সিরিজের জন্য দলে রাখা হয়নি ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও ইশ সোধিদের। তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন তারা। ইংল্যান্ডের বিপক্ষে দলে সুযোগ হয়নি আরব আমিরাত সিরিজের দলে থাকা দুই নতুন মুখ ফক্সক্রফট ও অশোক, চাদ বোয়েস, ডিন ক্লিভার, কোল ম্যাককোঞ্চি, হেনরি শিপলি এবং উইল ইয়ংয়ের।
আরব আমিরাত সফরের জন্য নিউজিল্যান্ড দল
টিম সাউদি, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, কাইল জেমিসন, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, আদিত্য আশোক, চাদ বোয়েস, ডিন ক্লিভার, ডিন ফক্সক্রফট, কোল ম্যাককোঞ্চি, হেনরি শিপলি ও উইল ইয়াং।
ইংল্যান্ড সফরের জন্য নিউজিল্যান্ড দল
টিম সাউদি, মার্ক চ্যাপম্যান, লকি ফার্গুসন, কাইল জেমিসন, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সেফার্ট, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস ও ইশ সোধি।
কিউএনবি/আয়শা/২০ জুলাই ২০২৩,/রাত ১১:০০