ডেস্ক নিউজ : ইন্টার মায়ামিতে বার্সেলোনার সাবেক তিন সতীর্থ আবার সঙ্গী হচ্ছেন। লিওনেল মেসি-সার্জিও বুসকেটসের সংগে যোগ দিচ্ছেন জর্ডি আলবাও। তার যোগদান বিষয়ে অনেক দিন ধরে কথাবার্তা চলছিল। আজ মায়ামির মালিক হর্জ মাস টুইটারে জানিয়েছেন, ‘আলবার সংগে আজই চুক্তি যেতে পারে।’
বার্সেলোনায় উত্থানে বড় অবদান লেফটব্যাক আলবার।মেসি-বুসকেটস-ইনিয়েস্তা-আলবা-জাভি-পুয়োল একটা জুটি গড়ে তুলেছিলেন। বার্সা অ্যকাডেমি থেকে বেরিয়ে আসা খেলোয়াড়দের অন্যতম স্পেন জাতীয় দলেও দারুণ খেলেন। জুনে তার সংগে বার্সার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর ফ্রি এজেন্ট হয়ে যান আলবা।
কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ১১:১৫