মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে আওয়ামীলীগের শান্তি সমাবেশ ও বিএনপির পদযাত্রা চলাকালে মঙ্গলবার (১৮জুলাই) বিকেলে শহরের রেলগেট এলাকায় সংঘর্ষে উভয় দলের অন্তত ২৫জন আহত হয়েছে। আওয়ামীলীগের বিক্ষুব্ধ কর্মীরা বিএনপির পার্টি অফিস ভাচুর করে। পুলিশ ১১ রাউন্ড শর্টগানের ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় পুরো শহরে পুলিশ মোতায়েন করা হয়।
দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে জয়পুরহাট কেন্দ্রিয় মসজিদ সংলগ্ন পার্টি অফিসে সামনে শান্তি সমাবেশের আয়োজন করে জেলা আওয়ামীলীগ। সেখানে থেকে শান্তি মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণের পর বিকাল পৌনে ৫টার দিকে পার্টি অফিসে ফিরছিল। একই সময় শহরের নতুনহাট থেকে জেলা বিএনপির নেতা-কর্মীরা স্টেশন রোড হয়ে পদযাত্রা নিয়ে তাদের রেলগেট এলাকার দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে সরকার বিরোধী শ্লোগান দিতে থাকলে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় আওয়ামীলীগের নেতা-কর্মীরা রেলগেট এলাকায় অবস্থান নিলে সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে উভয় দলের ইট পাটকেল নিক্ষেপে পথচারী সহ বিএনপি ও আওয়ামীলীগের অন্তত ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে আওয়ামীলীগের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা বিএনপির জেলা কার্যালয় ভাংচুর করে। এ সময় পুলিশ শর্টগানের ১১ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়লে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুরো শহরে পুলিশ মোতায়েন করা হয়।
পরিস্থিতি স্বাভাবিক হলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শান্তি সমাবেশে জয়পুরহাট- ০১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু, জেলা আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল সহ জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য দেন। এসময় আওয়ামীলীগ নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগের শান্তিপূর্ণ শোভাযাত্রায় বিএনপির মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে বিশৃংখলা সৃষ্টি করে। এরুপ পরিস্থিতি পুনরায় ঘটালে আওয়ামীলীগ আর বসে থাকবে নাবেনা, তাদের সঠিক জবাব দেয়া হবে।
এব্যাপারে জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন জানান, জেলা বিএনপি আয়োজনে শান্তিপূর্ণ পদযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশ চলছিলো। এসময় আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ সমাবেশে ইটপাটকেল নিক্ষেপ করলে সংর্ষের সৃষ্টি হয়। পারে পুলিশী পাহারায় তারা জেলা বিএনপি’র কার্যালয় ভাংচুর করে।
কিউএনবি/আয়শা/১৮ জুলাই ২০২৩,/রাত ১০:৫৪