স্পোর্টস ডেসক্ : সোমবার গণমাধ্যমে মাহমুদুল্লাহর দলে ফেরার বিষয়ে নান্নু বলেন, ‘এটা এখনই আমি বলতে পারব না। আমরা ২২ তারিখের মধ্যে ফাইনাল স্কোয়াডটা করব, তারপরে আপডেট দিতে পারব।’
এদিকে আফগান সিরিজে তরুণদের পারফরম্যান্সে খুশি জাতীয় দলের প্রধান নির্বাচক। শামিম পাটোয়ারি, তাওহিদ হৃদয়রা দলে ভালো করায় স্বস্তি ফিরেছে নির্বাচক প্যানেলে। নান্নু বলেন, ‘তরুণ ক্রিকেটাররা ভালো করছে। দলের জয় আসছে, এটা অবশ্যই ভালো দিক। আশা করি, আগামী ২ বছরের মধ্যে সব ফরম্যাটেই আমরা ভালো করব।’
দল ভালো করলে নির্বাচকরা যেমন প্রশসংসা কুড়ায়, তেমনই দল হারলে সমালোচনার মুখে পড়তে হয় তাদেরই। তাই সবসময়ই নির্বাচকদের মাঝে যে চাপ বজায় থাকে তাও জানালেন নান্নু। বাংলাদেশ দলের প্রধান নির্বাচক বলেন, ‘চাপ তো কাজ করেই, বিশ্বকাপ সামনে বলে নয় বরং প্রতিটি সিরিজেউ চাপ থাকে। আমরা যেভাবে এগোচ্ছি অন্য দলরাও এগিয়ে যাচ্ছে। তাই এই সব জিনিস মাথায় রেখেই দলকে প্রস্তুত করতে হয়ে আমাদের।
কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/রাত ৮:০০