বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কর্মমঠ বাজার সংলগ্ন নবনির্মিত বাইতুল ফালাহ্ মসজিদে জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে মসজিদটিতে জামে মসজিদ হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গত ১৪ জুলাই শুক্রবার এলাকার মুসল্লিদের অংশগ্রহণের মাধ্যমে মসজিদটিতে জুম্মার নামাজ আদায় করেন এলাকার প্রায় কয়েক শতাধিক মুসল্লী।
আজানের পরপর কর্মমঠ এলাকা ও তার আশেপাশের বিভিন্ন পাড়া মহল্লা থেকে মুসল্লিদের আগমনে মসজিদের ভিতরের অংশ ভরপুর হয়ে যায। শুরুতেই টনকি কেন্দ্রীয় ঈদগাহের খতিব মাওলানা মোঃ সাইফুল ইসলাম মুসল্লিদের উদ্দেশ্যে নসিয়তপূর্ণ বয়ান পেশ করেন। পরে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওসমান গনি সাহেব কিছুক্ষণ বয়ানের পর জুম্মার নামাজে ইমামতি করেন। এতে মসজিদ কমিটির সদস্যগণ, কর্মমঠ বাজার পরিচালনা কমিটির সদস্যগন, সুশীল সমাজের লোকজন সহ আরো অনেকেই নবনির্বিত এই মসজিদটির প্রথম জুম্মার নামাজে অংশগ্রহণ করতে দেখা গেছে।
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কথা বলে জানা গেছে, কর্মমঠ বাজার সংলগ্ন স্থানটিতে একটি মসজিদ করার স্বপ্ন ছিল অনেকেরই। সময়ের প্রয়োজনে মুসল্লিদের নামাজ আদায় করার উদ্দেশ্যে এই মসজিদ নির্মাণ করা হয়েছে বলে তারা জানান। মসজিদটি এই মুহূর্তে টিনশেড দিয়ে অস্থায়ীভাবে নির্মাণ করা হলেও এলাকাবাসীর সহযোগিতা ও পরামর্শ নিয়ে অল্প কিছুদিনের মধ্যেই পার্শ্ববর্তী নির্ধারিত স্থানে স্থায়ীভাবে নির্মাণ কাজ শুরু করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়। এসময় মসজিদটি কে সুন্দরভাবে গড়ে তুলতে এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা চাওয়া হয়। নামাজ আদায় শেষে উপস্থিত মুসল্লিদের নিয়ে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়েছে। পরে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।
কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৩,/বিকাল ৫:২৪