মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বড়াইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে উৎসব মূখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে গ্রহণ চলবে। এ নির্বাচনে ইতিমধ্যেই প্রতিদ্বন্দী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু রাশেদ আলমগীর বিনাপ্রতিদন্দীতায় বিজয়ী হয়েছেন।
শুধুমাত্র সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদে ৩১ জন প্রার্থী প্রাতিদ্বন্দিতা করছেন। এ ইউনিয়নে ৯ টি ভোটকেন্দ্রে ১৩৪১৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষে প্রশাসনের পক্ষথেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কিউএনবি/আয়শা/১৭ জুলাই ২০২৩,/বিকাল ৫:০০