মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার ভেড়ামারা মাঠ থেকে রাশেদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে ভেড়ামারা হোসেনপুর-দলুয়া গ্রামের মধ্যবর্তী মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রাশেদুল পার্শ্ববতী দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছেরদিয়াড় গ্রামের মৃত পিয়ার প্রামানিকের ছেলে। সে ভেড়ামারার একটি ভেড়ামারা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে একজন কৃষক মাঠে ঘাস কাটতে গিয়ে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে। পরে ভেড়ামারা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করেন। লাশ উদ্ধারের বিষয়ে ভেড়ামারা থানার ওসি জহুরুল ইসলাম জানান, কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা শেষে লাশ মাঠে ফেলে রেখে যায়। তদন্ত চলছে, অতি শীঘ্রই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/রাত ৮:৩৪