স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌরশহরের মহাদেবপুরে জেএস স-মিল এন্ড ট্রিটমেন্টপ্ল্যান্টের উদ্যোগে শুক্রবার ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্ল্যান্টের অভ্যন্তরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ মুজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্য রাখেন জেএস স-মিল এন্ড ট্রিটমেন্টপ্ল্যান্টের সত্বাধিকারী লন্ডন প্রবাসী খন্দকার জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম মজনুর রহমান, আসাদুজ্জামান রয়েল।প্ল্যান্টের ম্যানেজার মোস্তাফিজুর রহমান মিঠুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনিরামপুর ফার্নিচার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহাজান আলী, পবন কুমার দাস, মারুফ হোসেন, মোহাম্মদ মোমিন, খোরশেদ আলী, রবীন মন্ডল প্রমুখ।
কিউএনবি/অনিমা/১৪ জুলাই ২০২৩,/রাত ১০:২৪