স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (১৩ জুলাই) কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপাল বনাম বাংলাদেশের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। বাংলাদেশ দলের হয়ে একমাত্র গোল করেছেন কাপ্তান সাবিনা খাতুন। ম্যাচের শুরুতে দারুণ আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছে নেপাল। শুরুর ১৫ মিনিটে বাংলাদেশের রক্ষণেই বল রেখেছে সফরকারীরা। তবে অগোছালো সব আক্রমণ গোলের কাছে নিয়ে যেতে পারেনি তাদের। উল্টো ১৭ মিনিটে ভালো একটি সুযোগ পেয়ে যায় বাংলাদেশ। গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি কৃষ্ণা রানী।
২৩ মিনিটে গোলের সামনে দুর্দান্ত এক ক্রস করেন নেপালের স্ট্রাইকার সাবিত্রা ভান্ডারী। তবে মাসুরার ক্লিয়ারেন্সের কারণে সুযোগটা লুফে নিতে পারেনি সফরকারীরা। ২৪ মিনিটে কৃষ্ণা ডি-বক্সে বল পাস করেন সাবিনাকে, কিন্তু বল গোল অভিমুখে রাখতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে জালে বল প্রায় জড়িয়ে ফেলেছিলেন সাবিত্রা ভান্ডারী। পরের মিনিটেও দুর্দান্ত আক্রমণ নেপালের। কর্ণার থেকে পাওয়া বলে দারুণ শট নিয়েছিলেন সাবিত্রা। তবে বাংলাদেশ ডিফেন্ডারের গায়ে লেগে বল বারপোস্টের পাশ কেটে যায়। সময় গড়াতে থাকলে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদল। অবশেষে ডেডলক ভাঙেন সাবিনা খাতুন। ৬৪ মিনিটে সাহেদা আক্তার রিপার দুর্দান্ত থ্রু পাস থেকে বল পেয়ে যান সাবিনা। গোলরক্ষককে একা পেয়ে পরাস্ত করতে ভুল করেননি লাল-সবুজের অধিনায়ক।
৭৩ মিনিটে দুর্দান্ত একটি সুযোগ পেয়েছিল নেপাল। গোলরক্ষককে একা পেয়েও রূপনা চাকমাকে পরাস্ত করতে পারেননি রেশমি কুমারী। ৭৫ মিনিটে সহজ সুযোগ হারিয়েছেন সাবিনাও। অনেকটা সময় এবং গোলরক্ষককে একা পেয়েও জালে বল জড়াতে পারেননি বাংলাদেশ অধিনায়ক। ম্যাচের শেষ বাঁশি বাজতে বাকি আর তিন মিনিট। তখন গোল হজম করে জয় হাতছাড়া করতে হয় বাংলাদেশকে। সাবিত্রা ভান্ডারীর নৈপুণ্যে শেষমেশ গোল হজম করেন সাবিনারা। অতিরিক্ত সময়ে আরও একবার সুযোগ পেয়েছিল নেপাল। তবে কোনোরকমে বেঁচে গিয়ে ড্র নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক বাংলাদেশ।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/রাত ৯:১৪