শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি: মুরারিচাঁদ কলেজে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টায় পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং জীববিদ্যা ভবনের সংযোগস্থলে এমসি এইচএসসি’ ৯১ ব্যাচের শিক্ষার্থীবৃন্দের অর্থায়নে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মুরারিচাঁদ কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো: রিয়াজ।
এসময় উপস্থিত ছিলেন, এমসি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. আলাউদ্দিন খান, উদ্ভিদবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম আহমদ খান, রসায়নবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. তোফায়েল আহমেদ, গণিত বিভাগের প্রফেসর তপতী ভট্টাচার্য্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মো. জামাল উদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের মনীকা রানী বণিক, ইসলামিক ইতিহাস বিভাগের মো. আব্দুল বাসিত, উদ্ভিদবিদ্যা বিভাগের শৈলেন মোহন সিংহ, রসায়নবিদ্যা বিভাগের সুজিত চন্দ্র দত্ত সহ ৯১ ব্যাচের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ ও ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশ থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/রাত ৮:৩৫