বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ৮০ শতাংশ কোটাসহ সনদ যাচাইবাছাই করে বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে পরিচ্ছন্নতাকর্মী পদে জাত-হরিজনদের নিয়োগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে লিখিত দিয়েছেন হরিজন সম্প্রদায়। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের মহাসচিব নির্মল চন্দ্র দাস জেলা প্রশাসকের লিখিত আবেদন করেছেন।
লিখিত আবেদন সূত্রে জানা গেছে, বাংলাদেশের একটি বড় হতদরিদ্র জনগোষ্ঠী পেশাজীবি হিসেবে বংশপরম্পরায় পরিচ্ছন্নতাকর্মী পদে নিয়োজিত। এই পেশার কারণে তাদের প্রতি মুলস্রোতা মানুষের ঘৃনা, বৈষম্য, অস্পৃশ্যতার কারণে তারা অন্য কোনো কাজ বা ব্যবসা-বানিজ্য করে জীবন-জীবিকা চালাতে পারে না। তাদের পেশা খুবই গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও এসডিজিবাস্তবায়নে দারিদ্র ও ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার পেশাজীবি হরিজন জনগোষ্ঠীর জীবন-জীবিকার প্রতি সুদৃষ্টি রেখে পরিচ্ছন্নতা কর্মী পদের নিয়োগে ৮০শতাংশ কোটা সংরক্ষণ করে নির্দেশনা প্রদান করেছেন।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপনও জারি করেছেন। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ইতিমধ্যে কিছু নিয়োগ প্রতিষ্ঠান পরিচ্ছন্নতাকর্মী পদের নিয়োগে শিক্ষাগত যোগ্যতা অষ্টমশ্রেণি উল্লেখ করে যে ধরণের প্রশ্ন করেছে এতে অগ্রাধিকার থাকা সত্ত্বেও হরিজনরা নিয়োগ বঞ্চিত হয়েছে। এই জনগোষ্ঠির মধ্যে শিক্ষার হার এখনো বাড়েনি।
বেকারের সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় জীবন-জীবিকা খুবই কঠিনভাবে তাদের পার করতে হচ্ছে। জেলা প্রশাসনের প্রতিষ্ঠানে জাত-হরিজন পরিচ্ছন্নাতকর্মী নিয়োগে লিখিত পরীক্ষা বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে গ্রহন করে হরিজন সনদপত্র যাচাই করে অভিজ্ঞতার ভিত্তিতে হরিজন কোটায় বেকার হরিজন সন্তানদের নিয়োগ দিতে অনুরোধ জানান তিনি। আবেদনের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় ও জনপ্রশাসন
মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপন সংযুক্ত করা হয়।
২০১২ সালের ১০ অক্টেবর তৎকালীন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুস সোবহান সিকদার স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, পৌরসভা ও সিটি কর্পোরেশনসহ সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে ঝাড়ুদার, ক্লিনার,সুইপার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মোট পদের শতকরা ৮০ভাগ জাত পরিজনদের
জন্য বরাদ্দ থাকবে। তবে জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সে সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাবে মর্মে উল্লেখ করা হয়।
কিউএনবি/আয়শা/১৩ জুলাই ২০২৩,/রাত ৮:১৪