আন্তর্জাতিক ডেস্ক : ব্যস্ত রাস্তায় সাইরেন বাজিয়ে ছুটছিল অ্যাম্বুল্যান্সটি। ট্রাফিক পুলিশ দেখতেই অন্য দিকের গাড়ি আটকে ফাঁকা করে দিলেন রাস্তা। কিন্তু মোড় ঘুরে অ্যাম্বুল্যান্সটি থামল একটি ফাস্টফুডের দোকানে। দরজা খুলে বেরিয়ে এসে আমের শরবত কিনলেন চালক। গাড়ির ভেতর উঁকি মেরেও দেখা মিলল না কোনও রোগীর।
ভারতের হায়দরাবাদের এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যালে। অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, গত সোমবার রাতে হায়দরাবাদের বশিরবাগ জংশন এলাকায় এই কাণ্ড ঘটে।
পুলিশ জানায়, অ্যাম্বুল্যান্সটিকে প্রায় ১০০ মিটার গিয়েই থমকে যায়। এরপর দরজা খুলে নেমে আসেন চালক। ঢুকে যান পাশের খাবারের দোকানে। কিছুক্ষণ পর আবার বেরিয়ে আসেন দোকান থেকে। এ সময় তার হাতে একটি আমের শরবতের বোতল দেখা যায়। আর পুরো সময় ধরে বাজছিল অ্যাম্বুল্যান্সের সাইরেন।
এ ঘটনার ভিডিও জামায় লাগানো ক্যামেরায় বন্দি করেন কর্তব্যরত ট্রাফিক পুলিশ। ওই অ্যাম্বুল্যান্স চালককে তিনি বলেন, আপনি সাইরেন দিচ্ছিলেন দেখে আমি রাস্তা ক্লিয়ার করে দিলাম। আর আপনি দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছেন! রোগী কোথায়? আমি ঊধ্বর্তনদের জানাচ্ছি। আমরা কঠিন ব্যবস্থা নেব।
পুলিশ জানিয়েছে, আইন ভাঙায় ওই অ্যাম্বুল্যান্স চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে এ ঘটনায় প্রশ্ন উঠেছে জরুরি সেবার অপব্যবহার নিয়ে।
কিউএনবি/অনিমা/১২ জুলাই ২০২৩,/রাত ১১:২২