সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থলবন্দরের নো-ম্যানসল্যান্ডে আনারসগুলো গ্রহন করেন চট্টগ্রামস্থ ভারতীয় হাই কমিশনার কার্যালয়ের কর্মকর্তা নবুল সনোয়াল। ভারতের পক্ষ থেকে ত্রিপুরা হটিকালচারের ডাইরেক্টর ফনি ভুষণ জমাতিয়া, সহকারি কর্মকতৃা ড. দীপক বৈদ্য আনারস বুঝিয়ে দেন। এ সময় আগরতলা স্থলবন্দরের ম্যানেজার দেবাশীষ নন্দী, আখাউড়া স্থল শুল্ক স্টেশনের সহকারি রাজস্ব কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৮ জুলাই ২০২৩,/রাত ৯:৩২