ডেস্ক নিউজ : রাজধানীর যাত্রাবাড়ী ধলপুরে একটি পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করছে ফায়ার সার্ভিস। তবে শিশুটির নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ১০ বছর।
শনিবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মফিজুল আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদের সহযোগীতায় পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, শিশুটি পুকুরে গোসল করতে নেমে ডুবে মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।
কিউএনবি/অনিমা/০৮ জুলাই ২০২৩,/রাত ৮:৪৯