ডেস্ক নিউজ : শুক্রবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সার্কিট হাউসে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, নতুন এবং পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আগামী বছরগুলোতে সব পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কারণ, সময় এবং পরিস্থিতির দিকে লক্ষ রেখে সেভাবেই সবকিছু প্রস্তুত করা হচ্ছে। এ জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হচ্ছে।
এর আগে রাজধানী ঢাকা থেকে চাঁদপুরে পৌঁছলে শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুদীপ্ত রায়। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, মহিলা আওয়ামী লীগ নেত্রী অধ্যাপক মাসুদা নূর খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বেশ কয়েকজন জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/দুপুর ২:৪৪