বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার গ্রামে রবিবার বিকেলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো, মাইজখার গ্রামের রাজু ভূইয়ার মেয়ে মাইশা আক্তার (৮) ও কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের দইখলা গ্রামের সাইফুল ইসলামের ছেলে জুবায়ের হোসেন (১১)। তারা সম্পর্কে মামাতো বোন-ফুফাতো ভাই।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাইজখার গ্রামে রাজু ভূইয়াদের বাড়িতে ঈদে বেড়াতে আসেন তার ভাগ্নে জুবায়ের। রবিবার বিকেলে রাজু ভূইয়ার বাড়ির পেছনে সাঁতার কাটতে পুকুরে নামে মাইশা ও জুবায়ের। কিছুক্ষণের মধ্যে পানিতে তলিয়ে যায় ওই দুই শিশু। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে খোঁজাখুজি করতে থাকেন।
খোঁজাখুজির এক পর্যায়ে পানির নিচ থেকে তাদের লাশ উদ্ধার করে পরিবারের লোকজন। কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিসৎক তাদের মৃত ঘোষনা করেন।কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, উপজেলার মাইজখার গ্রামে পানিতে ডুবে দুই শিশু মারা যাওয়ার খবর তাঁরা জানতে পেরেছেন এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
কিউএনবি/অনিমা/০৩ জুলাই ২০২৩,/সকাল ১১:৫৩