ডেস্ক নিউজ : শনিবার (১ জুলাই) বিকেল গড়ানোর পর পরই চিড়িয়াখানা ও শিশু পার্কে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বিনোদন কেন্দ্রগুলোতে সব বয়সের মানুষের উপস্থিতি থাকলেও শিশুদের উচ্ছ্বাস ছিল লক্ষণীয়। শিশু-কিশোরদের সঙ্গে ঈদের আনন্দে যুক্ত হয়েছেন অভিভাবকরাও।
নগরীর সেনপাড়া থেকে ঘুড়তে আসা আরিফ আহমেদের ছেলে রাফসান বলেন, কোস্টারে উঠেছি। ট্রেনে উঠেছি, বানর ও জলহস্তি দেখেছি খুব ভালো লেগেছে। চিড়িয়াখানার ঠিকাদার মুরাদ হোসেন বলেন, বৈরী আবহাওয়া উপেক্ষা করে দর্শনার্থীদের আসায় ব্যবসা ভালো হচ্ছে। পরিবার নিয়ে সবাই এসেছে, এটা সত্যি অনেক আনন্দময়। সামনের দিনগুলোতে আরও দর্শনার্থী চিড়িয়াখানা ভিড় করবে বলে আশাবাদী তিনি।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/রাত ৯:৫৫