ডেস্ক নিউজ : পাঁচদিন ব্যাপী পবিত্র হজের চতুর্থ দিনে মিনায় শয়তানের উদ্দেশে প্রতীকী পাথর নিক্ষেপ করেন হজপালনকারীরা। এ দিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হয় হজের মূল আনুষ্ঠানিকতা।
মুজদালিফায় ফজরের নামাজ শেষ করে এরইমধ্যে মিনার পথে রওয়ানা হয়েছেন মুসুল্লীরা। সেখানে জামারায় বড় শয়তানের উদ্দেশে প্রতীকী সাতটি পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন হজপালনকারীরা।
এরপর মাথা মুন্ডনের করে সেলাইবিহীন ইহরাম খুলে ফেলবেন হাজীরা। পরে তারা হজের তৃতীয় বা শেষ রুকন আদায়ের জন্য মিনা থেকে মক্কায় গিয়ে কাবা শরীফ তাওয়াফ করবেন।
কিউএনবি/অনিমা/২৮ জুন ২০২৩,/সকাল ৯:৪০