স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগের সর্বশেষ আসরে আয় হয়েছে ৫৬২ কোটি রুপির বেশি, বাংলাদশি মুদ্রায় যা ২১২ কোটি টাকা। লিগের সম্প্রচার স্বত্ব বিক্রি, টাইটেল স্পন্সরশিপ, টিকেট বিক্রির আয় ও অন্যান্য স্বত্ব থেকে এই আয় হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে দেশটির গণমাধ্যমে।
চলতি বছরের ফেব্রুয়ারি-মার্চে হয়ে যাওয়া পিএসএলের আয়ের একটি বড় অংশ এসেছে সম্প্রচার স্বত্ব থেকে। দেশটির ভেতরে সম্প্রচার করে আয় হয়েছে ২১৭ কোটি ৫৩ লাখ ৯৩ হাজার ৩৯৪ রুপি। পাকিস্তানের বাইরে থেকে সম্প্রচারে আয় হয়েছে ৪০ কোটি ২৮ লাখ ২৪ হাজার ৩৭৮ রুপি।
টুর্নামেন্টের নিয়মানুযায়ী, আয়ের ৫ শতাংশ পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বাকি অর্থ ভাগ করে দেয়া হবে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। হিসাব করলে দেখা যায় ৫০৪ কোটি ৬৭ লাখ ৭৬ হাজার ৯৮৯ রুপি পাবে ৬টি ফ্র্যাঞ্চাইজি। তাতে প্রতি ফ্র্যাঞ্চাইজির ভাগে পড়বে ৮৪ কোটি ১১ লাখ ২৯ হাজার ৪৯৮ রুপি করে যা বাংলাদেশি টাকায় প্রায় ৩১ কোটি টাকা।
এখানেই অবশ্য ফ্র্যাঞ্চাইজিগুলোর উপার্জন শেষ নয়। নিজেদের স্পন্সরশিপ থেকেও আয় করে দলগুলো। এবারের হিসাব অনুযায়ী, ফ্র্যাঞ্চাইজি ফি, ক্রিকেটারদের পারিশ্রমিক ও পরিচলন ব্যয়ের পরও বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজিই লাভের মুখ দেখছে। পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন মতে, উচ্চ ফ্র্যাঞ্চাইজি ফি থাকায় কেবল মুলতান সুলতানস লাভ করতে পারবে না।
কিউএনবি/আয়শা/২৬ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০৮