বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর হবে না। তত্বাবধায়ক সরকার সংবিধানে নাই। তত্বাবধায়ক সরকারের কনসেপ্টই হত্যা করেছে বিএনপি। এখন আর তত্ত্বাবধায়ক সরকার আসার সুযোগ নাই, এটি মৃত ইস্যু। যথাসময়ে নির্বাচন হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে এবং নির্বাচনকালীন সরকারের প্রধান হবেন শেখ হাসিনা।শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা আওয়ামী লীগ বঙ্গবন্ধু স্কয়ারের আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চে এ জনসভার আয়োজন করে।
অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ‘তাদের (বিএনপি) নেতা বিদেশে পলাতক তারেক রহমানকে সেই তত্ত্বাবধায়ক সরকার এমনভাবে শারীরিক নির্যাতন করেছিল, বিমানবন্দরে তাকে হুইলচেয়ারে যেতে হয়েছিল। তারা বেহায়ার মতো আবার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে।’ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র. আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পির সভাপতিত্বে জনসভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য পারভীন জামান কল্পনা, জেলা আওয়ামী লীগের জেষ্ঠ সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র নায়ার কবির, সহ-সভাপতি হেলাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু প্রমুখ। সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মনির হোসেন।
কিউএনবি/অনিমা/২৫ জুন ২০২৩,/সকাল ১০:২২