শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

সংসদে এম.পি’র দেওয়া বক্তব্যকে নাকচ উপজেলা চেয়ারম্যানের

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৪৫০ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : জাতীয় সংসদে দেওয়া সংরক্ষিত আসনের সংসদ সদস্য (এম.পি) উম্মে ফাতেমা নাজমা বেগমের বক্তব্যকে নাকচ করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর। এম.পি’র দেওয়া বক্তব্যকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে শনিবার দুপুরে উপজেলা পরিষদের নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন চেয়ারম্যান।

শনিবার দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে চারজনের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন রফিক উদ্দিন ঠাকুর। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, শুধুমাত্র রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তারের জন্য ইকবাল আজাদ হত্যা মামলায় আমাদেরকে আসামী করা হয়েছে। আমাদেরকে হয়রানি, মানসিকভাবে নির্যাতন ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে সরাইল আওয়ামী লীগের কবর রচনা করাই তাদের উদ্দেশ্য। 

এরই ধারাবাহিকতায় হীন উদ্যেশ্যে আমাদেরকে মোস্তাকের উত্তরসূরি তাহের উদ্দিন ঠাকুরের চক্র বলেছেন এমপি। বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম কুশিলব তাহের উদ্দিন ঠাকুরের ফাঁসির দাবি আমরাই রাজপথে সভা সমাবেশ ও প্রতিবাদ করেছি। আর তথ্য প্রতিমন্ত্রী হওয়ার পর তাহের উদ্দিন ঠাকুরকে সংরক্ষিত সংসদ সদস্য শিউলী আজাদেও শশুর আবদুল খালেক টয়োটা গাড়ি উপহার দিয়েছিলেন।

নিজেদেরকে শতভাগ নির্দোষ দাবি করে রফিক উদ্দিন ঠাকুর বলেন, ‘আমরাও ইকবাল আজাদ হত্যার বিচার চাই। হত্যা মামলাটির পুনরায় তদন্ত করে প্রকৃত আসামীদের বিচারের দাবি করছি। মিথ্যার আশ্রয় নিয়ে বারবার হয়রানি করলে আমরাও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুশৃঙ্খলভাবে একের পর এক কর্মসূচি দিয়ে যাব’।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ইসমত আলী, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. ইদ্রিস আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল জব্বার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের আহবায়ক মো. মাহফুজ আলী প্রমুখ। 

প্রসঙ্গত, ২০১২ সালের ২১ অক্টোবর সন্ধ্যায় সরাইল উপজেলা সদরে দলীয় কোন্দলের জের ধরে খুন সংরক্ষিত সংসদ সদস্যের স্বামী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি এ কে এম ইকবাল আজাদ। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি আবদুল হালিম ও তৎকালীন উপজেলা পরিষদের চেয়ারম্যান (বর্তমানেও) রফিক উদ্দিন ঠাকুরসহ ২৯ জনকে আসামী করে  হত্যা মামলা হয়। মামলাটি এখন বিচারাধীন রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৩,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit