শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : আসন্ন ঈদুল আজহায় সকল প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের ঈদের আগে সকল বকেয়া বেতন ও ঈদ বোনাস প্রদানের দাবিতে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে ২৪ জুন ২০২৩ বিকেল ৪:৩০ ঘটিকার সময় নগরিতে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সুরমা পয়েন্ট হতে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে সংগঠনের জেলা সভাপতি সুরুজ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য রাখেন: বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলার যুগ্মআহবায়ক মো.সুজন মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ শাহপরান থানা কমিটির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, মালনীছড়া রাবার শ্রমিক সংঘের সভাপতি জয় মাহাত্ম কূর্মি, জাতীয় ছাত্রদল এমসি কলেজের অন্যতম নেতা বদরুল আজাদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলার প্রচার সম্পাদক মুহিদুল ইসলাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের কোষাধক্ষ নবাব আহমেদ রাজ, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো.মনির হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, তালতলা আঞ্চলিক কমিটির আহবায়ক সাহাবুদ্দিনসহ প্রমূখ:
সমাবেশে বক্তারা বলেন: দেশের অধিকাংস প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক শ্রমিকরা প্রতি বছর ঈদ আসলে বকেয়া বেতন ও বোনাসের জন্য সভা, সমাবেশ, মিছিল মিটিং করতে হয় কিন্তু বেতনের সমপরিমান উৎসব বোনাস শ্রমিকের আইনি পাওনা। যা দিতে বেশিরভাগ মালিক গড়িমসি করে থাকেন।
শ্রমিকরা যে বেতন পান তা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বাজারে চলা দুরূহ। সেখানে পরিবার পরিজন নিয়ে ঈদ আনন্দ উৎসব উদ্যাপন করা কল্পনীয়। তাই বক্তারা ঈদের আগে সকল শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ স্ববেতনে ছুটিসহ উৎসব বোনাস প্রদানে সরকার, মালিক ও সংশ্লিষ্ট কতৃপক্ষকে কার্যকরি উদ্যোগ গ্রহনের জন্য উদাত্ত আহবান জানান।
কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৩,/রাত ৮:৫৩