বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : রজত জয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বছরব্যাপি কর্মসূচি ঘোষণা করেছে খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, শত কণ্ঠে বঙ্গবন্ধু, মাদক ও বাল্যবিয়ে বিরোধী শিক্ষার্থী সমাবেশ, বৃক্ষরোপণ, দেশীয় সংস্কৃতির খেলাধুলার আয়োজন ইত্যাদি। শুক্রবার রাতে গভ. মডেল গার্লস হাই স্কুল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব কর্মসূচি ঘোষণা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া খেলাঘরের সভাপতি ডা. আবু সাঈদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন, গভ. মডেল গার্লস স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল লতিফ, খেলাঘরের সভাপতি মন্ডলীর সদস্য আব্দুল হান্নান, সহ-সাধারন সম্পাদক অ্যাডভোকেট সুনীল কুমার রায়। জুয়েলুর রহমানের সঞ্চলনায় এতে স্বাগত বক্তব্য দেন খেলাঘরের সহ-সভাপতি বিশ্বজিৎ পাল বাবু।