বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার চন্দনসারে শিশুকে বকা দেওয়ার প্রতিবাদ করায় সোমা আক্তার (২৮) নামে এক গৃহবধুকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকালে হামলার শিকার ওই গৃহবধূ শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সোমা আক্তারের স্বামী টিপু মিয়ার চাচাতো ভাইয়ের স্ত্রী মর্জিনা আক্তার সুচি এক শিশুকে অশ্লিল ভাষায় বকা দেয়। সোমা আক্তার এ ঘটনার প্রতিবাদ করে। এ সময় সুচির স্বামী আরিফ হাসান জিকু ও শ্বশুর আব্দুল আওয়াল এসে সোমাকে মারধর করেন। গুরুতর আহত সোমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার বিকেলে তার অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে মারা যান। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুল ইসলাম জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। মূল অভিযুক্ত জিকুকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে তার মাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
কিউএনবি/আয়শা/২৪ জুন ২০২৩,/সন্ধ্যা ৭:৫৮