মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাঁটাবাড়ী গ্রামের ফেরদৌসী বেগম এর ক্রয়কৃত সম্পত্তি প্রতিপক্ষ জিতেন্দ্রনাথ বর্মন জোর পূর্বক দখলের চেষ্টা করেন। এ নিয়ে আব্বাস আলী মন্ডল এর কন্যা মোছাঃ ফেরদৌসী বেগম গত ২৩ জুন ২০২৩ ইং তারিখে ৪ জনের নাম উল্লেখ করে এবং ৫ থেকে ৬ জন অজ্ঞাতনামা আসামী করে একটি অভিযোগ দায়ের করেন।
ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার ৭ নং ওয়ার্ডের পূর্ব কাঁটাবাড়ী গ্রামের আব্বাস আলী মন্ডল এর কন্যা মোঃ ফেরদৌসী বেগম (৫৫) এর গত ২৩শে জুন ২০২৩ ইং তারিখে ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের শ্রী জিতেন্দ্রনাথ বর্মন (৫৮), শ্রী সুশান্ত বর্মন (৬৫) উভয়ের পিতা: মনমত বর্মন, শ্রীমতি চন্দ্রনা রানী (৪৫)স্বামী শ্রী জিতেন্দ্রনাথ বর্মন, শ্রী সুখি রানী (৫০) স্বামী শ্রী সুশান্ত বর্মন, পূজা রানী (১৬), পিতা: শ্রী জিতেন্দ্রনাথ বর্মন সহ অজ্ঞাত ৫ থেকে ৬ জন পূর্ব কাঁটাবাড়ী মৌজার জেএল নং-৫০ খতিয়ান নাং-৪৯, দাগ নং-৯৪৫, জমির পরিমান-০৮ শতক, ক্রয় সূত্রে উক্ত জমির মালিক মোছাঃ ফেরদৌসী বেগম। উক্ত সম্পত্তি নিজ দখলে রেখে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন। উক্ত প্রতিপক্ষরা দীর্ঘদিন যাবৎ দখলের জন্য পায়তারা করছেন।
উক্ত জমি সংক্রান্ত বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। যাহার মামলা নং-৮/২৩ উক্ত মামলাটি বিজ্ঞ জজ আদালতে বিচারাধীন রহিয়াছে যাহার কেস নং-৪৭/২৩, উক্ত জমি দখল করার লক্ষে গত ২৩/০৬/২০২৩ ইং তারিখ সকাল সাড়ে ১০টায় উল্লেখ্য ব্যক্তিরা ফেরদৌসী বেগম এর জমিতে ঢুকে তাদের জমি বলে দাবী করেন। তিনি উক্ত জমির কাগজপত্র দেখাতে বললে প্রতিপক্ষরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাঁশের লাঠি, রড ও ইট দ্বারা হামলা করার জন্য প্রস্তুতি নেয়। উক্ত জমি দখল করতে এলে মোছাঃ ফেরদৌসী বাঁধা প্রদান করলে তাকে প্রাণনাশের হুমকি দেন। এবং জমিতে লোহার নেট দিয়ে ঘেরা বেড়া উপড়ে ফেলেন। এ বিষয়ে মোছাঃ ফেরদৌসী বেগম জীবনের নিরাপত্তা ও জমি রক্ষাতে ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডাইয়েরী দায়ের করেন। বর্তমান প্রতিপক্ষরা যে কোন মহূর্তে তার বাড়ীর জায়গাটি দখল করে নিতে পারে আসংঙ্কা করছে মোছাঃ ফেরদৌসী বেগম।
কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/দুপুর ১২:৩২