শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শ্রদ্ধা নিবেদন করেন।শুক্রবার (২৩ জুন) বিকেলে সিলেট জেলা পরিষদে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছাও জানান নেতৃবৃন্দ।
সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হেলেন আহমদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন- সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি সালমা বাসিত, নাজনীন হোসেন, এ জেড রওশন জেবিন রুবা, যুক্তরাজ্য আওয়ামী লীগের আঞ্জুমানারা আঞ্জু, আমিরা খানম সিকদার, মাধবী গুন, সাজেদা পারভীন, রোকেয়া চৌধুরী, সুষমা সুলতানা রুহী, অঞ্জনা সরকার, অর্পনা বনিক, মাধবী রানী ভট্টাচার্য্য, সোনিয়া আক্তার নাফিয়া, শিবলী বেগম, সালমা বেগম প্রমুখ।
কিউএনবি/অনিমা/২৪ জুন ২০২৩,/সকাল ১১:৫২