তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২০ জন শিক্ষার্থীদের মাঝে সাইকেল ও ১০০জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাসামগ্রী তুলে দেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার।
এ-সময় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব-উল-আহসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান নীরা সাদ্দাম আকঞ্জি, উপজেলা যুবলীগ সভাপতি আব্দুল হান্নান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, আ‘লীগ নেতা বিপ্লব মজুমদার প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শী চিন্তা করণে আদিবাসী জনগোষ্ঠী আজ বিভিন্ন সহযোগিতা পাচ্ছে। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের এগিয়ে নেয়ার লক্ষ্যে এসব সামগ্রী বিতরণ করছে প্রতিনিয়ত।
কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৩,/বিকাল ৪:১২