টানটান উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধের ১৬ মিনিটের সময় ক্যামেরুনের খেলোয়ার এরিকের দেওয়া গোলে এগিয়ে যায় মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ। অপরদিকে দ্বিতীয়ার্ধের ২২ মিনিটে গোল পরিশোধ করে খেলায় সমতা নিয়ে আসে কসবা সিটিএল ফুটবল একাদশের খেলোয়াড়রা, ফলে নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা শেষ হলে খেলার ফলাফল নির্ধারিত হয় টাইব্রেকার এর মাধ্যমে। এতে ৪-৫ গোলের ব্যবধানে জয় পায় মনিয়ন্দ ইয়াসিন সরকার ফুটবল একাদশ। খেলায় জয়ের ফলে মনিয়ন্দ গ্রামবাসী ও তাদের দর্শকদের মধ্যে আনন্দ উল্লাস ছড়িয়ে পড়ে। খেলার আর্থিক সহযোগিতায় স্পন্সর যারা ছিলেন, তাদের মধ্যে রয়েছেন, সৌদি আরব প্রবাসী মোঃ ইসহাক সরকার, জাকারিয়া ভূঁইয়া, ইতালি প্রবাসী আতিকুল ইসলাম সেন্টু মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মফিকুল খন্দকার, কাতার প্রবাসী মোঃ মোস্তাক মিয়া, সৌদি আরব প্রবাসী সেন্টু সরকার সহ আরো অনেকে। কোয়ার্টার ফাইনাল খেলার সার্বিক তত্ত্বাবধান করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ মফিকুল খন্দকার, সৌদি আরব প্রবাসী মোঃ জাকারিয়া ভূইয়া, মিন্টু মৃধা, দুলাল মৃধা, আপেল মেম্বার, ইকবাল সরকার, জালাল সরকার, জনি চৌধুরী, গ্রামবাসী সহ আরো অনেকে। এসময় তারা জানান, এলাকার সম্মান রক্ষার্থে পরবর্তী খেলায় জয়লাভ করতে সকলে মিলে পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে আমরা মাঠে যাব, সকলের দোয়া ও সহযোগিতা থাকলে এ টুনামেন্টে আমরাই জয়ী হবো ইনশাল্লাহ।
কিউএনবি/অনিমা/২১ জুন ২০২৩,/দুপুর ১২:৫১