আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ি চামড়াপাড়া মোড়ে এক ফার্মেসী থেকে ২৫ লাখ টাকার একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিপুল শাহ (৪০) নামে এক ঔষধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তারকৃত ব্যক্তি দক্ষিন মটুকপুর খামাত পাড়ার রহিদুল মাস্টারের ছেলে। বিপুল বোড়াগাড়ি চামাড়পাড়া মোড়ের ঔষধ ব্যবসায়ী।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে র্যাবের একটি দল তার ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স অংকন ফার্মেসীতে অভিযান চালিয়ে ঔষধ কার্টুনের ভিতর থেকে কষ্টিপাথরটি উদ্ধারের পর বিপুলকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ডোমার থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা গেছে, কষ্টিপাথর পাচারের সংবাদ পেয়ে র্যাাব-১৩ এর একটি টিম অভিযান চালায়। এসময় হাতেনাতে বিপুল শাহকে গ্রেফতার করে।
উদ্ধারকৃত কষ্টিপাথরের ওজন ১২ কেজি এর আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। ডোমার থানার তদন্ত কর্মকর্তা মাসুদ করিম জানান, কষ্টিপাথর উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার রাতে ডোমার থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫ বি ধারায় একটি মামলা রেকর্ড হয়েছে। আসামীকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৩৬